বাগডিসি আয়োজিত স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কিছু ছবি । সন্ধ্যা ৮ টার সময় জাতীয় সংগীত দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপন ।মহাসিনা রিমির উপস্থাপনায় এবং আবু রুমীর পরিচালনায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি কচি খান, সহ সভাপতি নুরুন আমীন নুরু , উপদেষ্টা মো: আলমগীর,আলাউদ্দিন আলী,জনাব রজত , ডাটা গ্রুপ CEO জনাব জাকির হোসেন সহ আর অনেকে , সর্বশেষে সভাপতি করিম সালাউদ্দিন ও মিসেস সালাউদ্দিন সবাই শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান ইতি টানেন । সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি তে ছিলেন শ্যাওন রিচার্ড গমেজ, Bipul Alite Gonsalves এবং মোহসিনা রিমি ।পর পর দুইটি কোরাস গান সহকারে, Clement S. Gomes,Collins Gomes,Jabed Hasan,Kaniz Deepty, Abu Rumi ও গোলাম ফারুকী গান পরিবেশন করেন ।তবলায় ছিলেন আশিস বরুয়া এবং সাউন্ডে ছিলেন অনিক বিশ্বাস । অনুষ্ঠান শেষে সবাই খাবারের আমন্ত্রণ জানানো হয় । খাবারের ব্যবস্থাপনায় ছিলেন সুলতানা আমিন,সামসুন চৌধুরী,তৈহিদা সালাউদ্দিন ও মাহসিনা রিমি ।সর্বশেষ রাতের খাবার পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় ।