❮ Back (click to back)
Bangla News
গ্যাস শেষ ভার্জিনিয়াতে
Wednesday, May 12, 2021 12:43:04
Written by : Desk Report
5
(4 Rated out of 1,434 Read)

আজ গ্যাস শেষ হয়ে গেছে ভার্জিনিয়া'র অনেক গ্যাস পাম্প স্টেশন থেকে । Gas87 শেষ হয়ে যাওয়াই শেষ পর্যন্ত Gas93 নিতে হলো আজ, কিন্তু পেলাম তো, যেটাই হোক! ভার্জিনিয়ায় অনেক গ্যাস স্টেশনে গ্যাস নেই, হয়তোবা এই সপ্তাহে গ্যাস পাম্প গুলো বন্ধ থাকবে, পর্যাপ্ত পরিমানে গ্যাস সরবরাহ না থাকার কারণে । এরই মধ্যেই প্রায় ১০০০ রেরও বেশি গ্যাস স্টেশনে গ্যাস নেই ।

ইউনাইটেড স্টেটের সবচেয়ে বড় গ্যাস পাইপ লাইন "Colonial pipeline" এই পাইপ লাইন দিয়ে দেশের প্রায় ৪৫% গ্যাস সরবরাহ করা হয় আর এই গ্যাস লাইনে ransomware আক্রমণ করা হয়েছে কম্পিউটার সিস্টেমএ । গত শুক্রবার মে ৭ই তারিখে হ্যাকাররা এই সাইবার আক্রমন করে। জানাগেছে যারা এই Colonial pipeline কম্পিউটার হ্যাক করেছে তারা নাকি এক বিরাট অংক দাবি করেছে হ্যাক মুক্ত করার জন্য । তবে energy secretary বলেছেন ভয় পাওয়ার কোনো দরকার নেই । এই সপ্তাহের শেষ নাগাদ সব ঠিক হয়ে যাবে। বেশি করে বাথরুম টিস্যু কিনে রাখার মতো গ্যাস কিনে রাখার কোনো দরকার নেই, যেটা কিনা করা হয়েছিলো করোনার ক্রান্তিকালের শুরুতে । North Carolina, South Carolina, Tennessee, Georgia and southern Virginia তে এই গ্যাস হিকাপ দেখা যাবে কিছুদিনের জন্য ।

You already have rated this article.