ড: এ.কে. এম যুবায়ের (রানা), বুয়েটের ১৯৮৩ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়রিং গ্রাজুয়েট ৮ই জানুয়ারী, ২০২১ ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে রোড আইলান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ......রাজিউন) । তিনি করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ।জনাব জুবায়ের একজন অসাধারন মেধাবী ছাত্র ছিলেন । ১৯৮৩ সালে রেকর্ড মার্কসহ প্রথম স্থান দখল করে স্নাতক ডিগ্রি অর্জন করেন (অসাধারন ফলাফলের জন্য পরে বুয়েট গোল্ড মেডেল পান) । এর পর ১৯৮৫ সনে কমনওেয়েলথ বৃত্তি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করেন এবং নিয়ে ১৯৮৯ সনে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইজ্ঞিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন । এর পর তিনি আমেরিকা গমন করেন এবং রোড আইলান্ডে স্থায়ী হন । তিনি একটি বিশেষায়িত ইঞ্জিনিয়রিং ফার্মে ডিজাইন ইজ্ঞিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন ।ব্যক্তিগত জীবনে তিনি নিরহঙ্কার, অমায়িক, হাসিখুশি বন্ধুবৎসল লোক এবং সেই সঙ্গে একজন পরিবারঅন্ত মানুষ, ভাল স্বামী ও স্নেহপ্রবণ পিতা ছিলেন । মৃত্যকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, পিতা, ভাই-বোন ও আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন । আমরা তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি।