❮ Back (click to back)
Bangla News
ভার্জিনিয়াতে ২৬শে জানুয়ারী ২০১৯ আসল পিঠা উংসব
Monday, December 10, 2018 06:00:13
Written by : Desk Report
4.75
(4 Rated out of 3,696 Read)

ওয়াশিংটনডিসি (US): আগামী ২৬ শে জানুয়ারী, ২০১৯ ভার্জিনিয়া (US) প্রতি বছরের মতো আবারো আসছে পৌষ পিঠা উৎসব। এই উৎসবে'র আয়োজনে আছে, ওয়াশিংটন মেট্রো এলাকার অন্যতম জনপ্রিয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন "ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি" এবং একক ভাবে পরিচালনায় আছেন 'আবু রুমি' যিনি গত ১২ বছর ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করে আপনাদের মাঝে নিয়ে আসছেন প্রীতি বছর।
আগামী ২৬শে জানুয়ারী, ২০১৯ শনিবার, ভার্জিনিয়ার উডব্রীজে ফ্রিডম হাই স্কুলের বিশাল মিলনায়তন জুড়ে বসবে এই পৌষ পিঠা উৎসবে'র এক আনন্দ আয়োজন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতরকমের বাহারী পিঠার পাশাপাশি থাকবে রকমারী পোষাক এবং জুয়েলারীর চমকপ্রদ আয়োজন এবং সবচেয়ে বড় আকর্ষন থাকবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পীর মন মাতানো সঙ্গীত পরিবেশনা। প্রিয়জন এবং বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে এমনি আনন্দ আয়োজনে অংশগ্রহন করে ভার্জিনিয়া ও মেরিল্যান্ড বাসী একটি সাধারণ সন্ধ্যাকে অনন্য সাধারণ করে তুলতে যেনো পারে এবং এ আনন্দ সন্ধ্যার সুন্দর মুহুর্তগুলোর স্মৃতি বার বার ফিরে আসবে আমাদের স্মৃতির অলিন্দে, পরিচালক আবু রুমি তার এক বক্তব্যে বলেন। প্রতিটি দিন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ন, কারন প্রতিটি দিনের মাঝেই আমাদের বেঁচে থাকার প্রতিফলন, তেমনি প্রতিটি উৎসব আমাদের জন্য জীবনসঞ্চারী……… আমরা নতুন করে ফিরে যাই আমাদের অস্তিত্বের শেকড়ে, আমাদের যাপিত জীবনের ঐশর্য্যময় দিনগুলোতে যা ভরিয়ে দেয় আমাদের অন্তর, আমাদের আপ্লুত করে দেয় পুরোনোকে ফিরে পাওয়ার আনন্দ তাইতো ওয়াশিংটন মেট্রো এয়ালাকার এমনি ঐতিহ্যবাহী আনন্দ আয়োজন থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না আমরা কখনো - বার বার ফিরে যেতে চাই স্বদেশী ঐতিহ্যের টানে, দেশের ঐতিহ্যের স্পর্শে নিজেকে সঞ্জিবীত করার জন্য। আপনারাও সবাই আসুন, আমরা সবাই মিলে মেতে উঠি বাংলার চিরায়ত পৌষ পিঠা উৎসবের আনন্দ আয়োজনে।

পিঠা উৎসব আয়োজন হতে যাচ্ছে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত:
On January 26th, Saturday 2019 at
Freedom High School Auditorium
15201 Neabsco Mills Rd, Woodbridge, VA 22191

যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন:
Abu Rumi – (703) 861-7837
Nurul Amin – (703) 930-2490
Karim Salauddin-(571) 436-8297
Robiul Islam Shishir-(703) 731-7837









Click on stars for reating this news.
  • 0.5
  • 1.0
  • 1.5
  • 2.0
  • 2.5
  • 3.0
  • 3.5
  • 4.0
  • 4.5
  • 5.0
not rated
edit