❮ Back (click to back)
Bangla News
যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়াতে বাকডিসির বিজয় দিবস উদযাপন
Wednesday, December 15, 2021 23:41:53
Written by : Desk Report
5
(1 Rated out of 856 Read)

গত ১১ই ডিসেম্বর ২০২১ শনিবার সন্ধ্যায় মেট্রো ওয়াশিংটনের বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি, BAGWDC'র ৫১তম মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে কচি খান জেনারেল সেক্রেটারীর তত্বাবধানে এক সাস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুরুতে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা শিশু শিল্পীদেড় কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যো দিয়ে অণুষ্ঠানের সূচনা করা হয় । শিশু শিল্পীদের সাথে বাদ্য যন্ত্রে সহযোগী ছিলেন আবু রুমি ও আশিস বড়ুয়া ।

BAGWDC সংগঠনের যে সকল মেম্বার শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা হলেন সেক্রেটারি কচি খান , সভাপতি করিম সালাউদ্দিন, সহ-সভাপতি নুরুল আমিন নুরু, সভাপতি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির আবু রুমি, সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট এটিএম আলম, সাদেক খান, আলাউদ্দিন আহমেদ, এটর্নি মোহাম্মদ আলমগীর ও উপদেষ্টা মাহমুদন নবী বাকি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা শিশু-কিশোরদের দেখা যায় অংশগ্রহণ করতে । যে সব শিশু শিল্পীরা অংশ গ্রহণ করেছিল তারা হলো পিউলি ঘোষ,রাজদীপ ঘোষ, মায়া, অঙ্কিতা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছিল । নৃত্য পরিবেশন করে মঞ্জুরি নৃত্যালয়ের শিশু শিল্পী পিটার পালমা ও এলিজাবেথ পালমা নৃত্য পরিচালনায় ছিলেন শিল্পী গ্লোরিয়া রোজারিও এবং মায়া তার একক নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে । শিশু শিল্পীদের পর্বের পরে আরো যারা সঙ্গীত পরিবেশন করেন তারা হলেন কালাচাঁদ সরকার, পিন্টু পালমা, জাবেদ হাসান, রবি আলম ও মোহাম্মদ আলমগীর। আবৃত্তি শিল্পী ছিলেন শাওন রিচার্ড গমেজ । অনুষ্ঠানের শেষে রাত্রী ভোজের আয়োজন ছিল ।

BAGWDC'র সেক্রেটারী কচি খান ও সভাপতি করিম সালাউদ্দিন জানান যে, যে সকল শিল্পী ও কলাকুশিলিরা এই অনুষ্ঠান করতে সহযোগিতা করেছে তাদের আন্তরিক ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা । উনারা আরো বলেন যে, আমরা চেষ্টা করে যাচ্ছি প্রবাসে যেন বাংলার সাস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্ম ধরে রাখতে পারে, ভবিৎষতে এ ব্যাপারে আরো কাজ করে যাবেন এবং উনারা আরো আশাবাদী এ ব্যাপারে ।

You already have rated this article.