❮ Back (click to back)
Critic
বিতর্কিত ফোবানা সম্মেলন ২০২১
Monday, April 12, 2021 11:32:01
Written by : Kochee Khan
5
(2 Rated out of 922 Read)

মেট্রো-ওয়াশিংটন ডিসি (USA), করোনা'র এই ক্রান্তিকালে এবারের ফোবানা কোথায় হবে, কি ভাবে হবে, কেমন করে হবে এনিয়ে জল্পনা কল্পনার শেষ নেই । পৃথিবী এখনও অসুস্থ, এখনো করোনায় হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে মারাও যাচ্ছে, আমার মতে এমত-অবস্থায় যে কোনো কারণে শত মানুষ একত্রিত করণ মোটেও বুদ্ধিমানের কাজ নয়। "ফোবানা সম্মেলন" শব্দের অর্থ বুঝিয়ে দেয় যে, পৃথিবীর সর্বত্র থেকে বাংলা'র সাংস্কৃতি মনা ব্যাক্তি-বর্গ এবং বিভিন্ন ধরণের সাংস্কৃতিকে একত্ৰিত করাই হলো এই সম্মেলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য । কিন্তু করোনার এই ক্রান্তিকালে আমার তা মনে হয় না কেও এই ফোবানায় অংশগ্রন করতে দূর-দূরান্ত থেকে পারি জমাবেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এমনকি ফোবানার বেশীর ভাগ কর্মকর্তারাও দেশের বিভিন্ন স্টেট থেকে সশরীরে এই ফোবানায় এসে অংশগ্রহণ করা থেকেও বিরত থাকবেন বলেই আমার মনে হয় ।তবে অনেকেরই ধারণা, এবারের ফোবানা হয়তো স্থানীয় শিল্পী ও কলাকুশুলিদের নিয়ে করা হবে কোনো এক বৃহৎ অডিটোরিয়ামে যদি CDC (Centers for Disease Control and Prevention,in USA) অনুমতি প্রদান করে । তবুও আমি বলবো এবারের ফোবানা স্থানীয় শিল্পীদের নিয়ে করলেও এই অনুষ্ঠানটিকে ফোবানা সম্মেলন হিসাবে আক্ষাইত করা মোটেও অর্থপূর্ণ হবে না । এটা একটা অতি সাধারণ সাংস্কৃতি অনুষ্ঠান বলেই পরিগণিত হবে ও ফোবানা সম্মেলনের সম্পূর্ণ স্বাদ মোটেও পাওয়া যাবে না বলেই আমার মনে হয় । এদেশে এখন সব অফিস আদালত বন্ধ, অনেকেই ঘরে বসে কাজ করছে । যদি দেশের অবস্থা ভালোই হতো, তাহলে তো আমরা সবাই অফিস বসেই কর্মে ব্যাস্ত থাকতাম এখন । অন্যদিকের প্রচুর অর্থ খরচ করে আমাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে , সবাইকে ভ্যাকসিন দেয়ার পর এ নিয়ে অনেক গবেষণা বাকি আছে, আমার তো মনে হয় না এ বছরও সব কিছু আগের মতো স্বাভাবিক হবে । করোনার ক্রান্তিকালের শুরুতে শুধু খবরেই শুনতাম, কতজন আক্রান্ত হয়েছে আর কতজন মারা গেছে, এখন তো কানে কানেই শুনছি জানছি কোন ফ্যামিলি আক্রান্ত হচ্ছে ও কে মারা গেছে অথবা কে হসপিটালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে । করোনার দখল পৃথিবীতে বছর গড়িয়ে গেলো, আরো কতবছর গড়িয়ে যাবে আমার তা কেও জানি না । এই করোনা এবছরের ৮মাসেও যাবার নয় । আর তাই তো আমাদের সবাইকে পরিষ্কার পরিছন্ন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এখনো ও সঠিক খাবার খেয়ে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সুতারং, সব দিক দিয়ে ভেবে-চিন্তে ও পর্যালোচনা করে দেখার পর আমার মতে ফোবানা সম্মেলন ২০২১ ভার্চুয়ালী করাটাই অতি উত্তম, যেখানে কিনা পৃথিবীর সর্বত্র থেকে সবাই অংশগ্রহণ ও উপভোগ করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই । আমার মনে হয়, আপনারা সবাই আমার সাথে এক মত হবেন

You already have rated this article.